দেড় ঘণ্টায় লেনদেন ১৭২ কোটি টাকা

ডিএসই

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ১৭২ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ২ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ০৪ এবং ডিএস-৩০ সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে।

এই সময়ের মধ্যে মোট ১৭২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৬২টির, কমেছে ৮৯টির। আর অপরিবর্তিত রয়েছে ১২৭টি কোম্পানির শেয়ার দর।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর