economistpost.com

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডিএসইর পুষ্পার্ঘ্য অর্পণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবীর প্রতি সম্মান প্রদর্শন করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়৷

এ সময় তার সাথে ছিলেন ডিএসইর পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, মো. শহীদুল ইসলাম, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরী কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ এবং জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

উল্লেখ্য, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিজয়ের উষালগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদর বাহিনী নৃশংসভাবে হত্যা করে বাঙালি জাতির বিবেক, চেতনা, মননশীলতা, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক-এ মাটির শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবীদের।

Exit mobile version