শতাধিক কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে।

সূত্র মতে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৬৬ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৭ পয়েন্টে দাড়িয়েছে।

ডিএসইতে আজ মোট ৪৮১ কোটি ১৩ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকা।

এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৩৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৬৩টি কোম্পানির। বাকি ১১১টি কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর