গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাবছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস, আরএফএল, আরডি ফুড, বিবিএস ক্যাবলস এবং এমজেএল বাংলাদেশ লিমিটেড।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিগুলো। আলোচ্য সময়ে অগ্নি সিস্টেমস ৪ দশমিক ৭৫ শতাংশ, আরএফএল ২৩ শতাংশ, আরডি ফুড ৫ শতাংশ, বিবিএস ক্যাবলস ২ শতাংশ এবং এমজেএল বিডি লিমিটেড ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।