মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারগণের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

সোমবার (০৩ জুন) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল মালেক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবির ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালকবৃন্দ- মো. ওয়াকিল উদ্দিন, ড. আরিফ দৌলা, স্বতন্ত্র পরিচালকদ্বয়, নাসরিন সাত্তার ও ড. মোহাম্মদ তারেক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি রেইস উদ্দীন আহ্মাদ, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর