সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৫২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। আজ ডিএসই ওয়েবসাইটে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়নের খবর প্রকাশিত হয়। তাতে দেখা যায় কোম্পানিটির একটি জমির মূল্য বেড়েছে ৩৬৮ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ২০০ টাকা।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৬ জুন) এপেক্স ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৮ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সি অ্যান্ড এ টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। আর ৬ দশমিক ৬০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফরচুন সুজ।
বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, বিকন ফার্মা, লাভেলো, আইটিসি, এপেক্স ফুডস, এপেক্স ট্যানারি এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।