স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ অনুমোদন

সমাপ্ত ২০২৩ হিসাববছরের জন্য ঘোষিত ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইলস পিএলসির পরিচালনা পর্ষদ। গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ২৮তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান তপন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, এমডি স্যামুয়েল এস চৌধুরীর, স্বতন্ত্র পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডাররাও যুক্ত ছিলেন।

সভায় লভ্যাংশ অনুমোদন ছাড়াও গত ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণীসহ অন্যান্য আলোচ্যসূচি গৃহীত হয়।

এমআই

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর