দুই কার্যদিবসে ডিএসইএক্স কমলো ১৩০ পয়েন্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৫ পয়েন্টের বেশি। গতকাল প্রথম কার্যদিবসেও ডিএসইর প্রধান সূচক কমেছিলো ৬৫ পয়েন্ট। অর্থাৎ দুই কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমেছে ১৩০ পয়েন্টের বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১০ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১০৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭ পয়েন্ট কমে ১১০৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ পয়েন্ট কমে ১৮১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫৭ কোটি ৯০ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে ৩৪২টি কোম্পানির, বিপরীতে মাত্র ২৬ কোম্পানির দর বেড়েছে। আর ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর