দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১০ জুন) ডিএসইতে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড। ফান্ডটির ইউনিটদর ৫ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৭৮ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- এটলাস বাংলাদেশে, জেএমআই হসপিটাল, ইউনিলিভার কনজ্যুমার, মার্কেন্টাইল ব্যাংক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যালেন্সড ফান্ড, উত্তরা ব্যাংক এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর