ইনফরমেশন সার্ভিসেসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫২টি কোম্পানির মধ্যে ১৩১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৭ ডিসেম্বর) ইনফরমেশন সার্ভিসেসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ০৪ পয়সা বা ৮ দশমিক ০৩ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৩৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

রবিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, এসকে ট্রিমস, শমরিতা হসপিটাল, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর