economistpost.com

ইসলামী ব্যাংকের ৩৩০০ কোটি টাকা বেনামি ঋণ, তথ্য চেয়ে দুদকের চিঠি

বেসরকারি ব্যাংকিং সেবামূলক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের আলোচিত ৩ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংক ও নাবিল গ্রুপের ১১টি কোম্পানিকেকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০২২ সালের ডিসেম্বরের আলোচিত ঐ ঋণ কেলেঙ্কারির বিস্তারিত তথ্য জানতে এ চিঠি পাঠানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংক থেকে নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে জামায়াত-শিবির চক্র। ২০১৭ সালে নতুন পরিচালনা পর্ষদ আসার পরও তা বন্ধ হয়নি। তেমনি একটি প্রতিষ্ঠান নাবিল গ্রুপ, যাদের পিওন থেকে শুরু করে বেশ কয়েকজন কর্মচারীর নামে কাগুজে প্রতিষ্ঠান বানিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে বড় অংকের ঋণ দেয়ার ঘটনা ২০২২ সালে জানতে পারে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত বিভিন্ন খবর আলোচনার জন্ম দেয়। এমনকি জাতীয় সংসদেও ইসলামী ব্যাংকের অনিয়ম ও বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

Exit mobile version