সি পার্লের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে ১১৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (১৮ নভেম্বর) সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৬২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনিয়ন ক্যাপিটাল, প্যাসিফিক ডেনিমস, এফএএস ফাইন্যানস এবং ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

এমআই

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর