দর বৃদ্ধির শীর্ষে আমান ফিড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আমান ফিড লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২০ আগস্ট) ডিএসইতে আমান ফিডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা বা ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস। এদিনে কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৭৮ শতাংশ।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, লুব-রেফ বাংলাদেশ, মিডল্যান্ড ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, সাইহাম কটন এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর