economistpost.com

লিন্ডে বিডির একদিনেই দর বেড়েছে ২৩৪ টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৯৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লিন্ডে বিডির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২৩৪ টাকা ১০ পয়সা বা ১৭ দশমিক ৮৩ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এনআরবি ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। আর ৮ দশমিক ২৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড।

বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রূপালী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, এনআরবিসি ব্যাংক, নর্দান ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Exit mobile version