economistpost.com

এগ্রো অর্গানিকার তৃতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি এগ্রো অর্গানিকা পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ২০২২ হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে ৩৩ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছরের একই সময়ে তা ৯৮ পয়সা আয় হয়েছিল।

সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা মুনাফা হয়েছিলো।

এদিকে কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ৯ মাসে ইপিএস হয়েছে ৮৯ পয়সা। আর প্রথম ৩ মাসে ইপিএস হয়েছে ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানি কিউআই পরবর্তী শেয়ার হিসাবে নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৮২ পয়সা।

এমআই

Exit mobile version