economistpost.com

জেমিনি সি ফুডের বোনাস লভ্যাংশে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুডের ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি আলোচ্য বছরে ১২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ। আর বাকি ২০ শতাংশ নগদ লভ্যাংশ। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি এখন ৭৫ শতাংশ বোনাস লভ্যাংশ ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান করবে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১২ টাকা ৪৯ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর, ২০২৩ এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বশেষ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোম্পানিটির শেয়ার ৫৮৫ টাকা ১ পয়সা দরে লেনদেন হয়েছে।

Exit mobile version