economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ২৭৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ডিএসইতে ন্যাশনাল লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ার দর বেড়েছে ১৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। আর ১২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, গ্লোবাল হেভি, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, সোনালী আঁশ এবং জেমিনি সি ফুড পিএলসি।

এসএম

Exit mobile version