economistpost.com

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ওরিয়ন ইনফিউশনে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ওরিয়ন ইনফিউশনের ২৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মার আজ ২৬ কোটি ৮৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অলিম্পিক এক্সেসরিজ, প্যাসিফিক ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইন্দো-বাংলা ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।

এমআই

Exit mobile version