সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সোনালী আঁশ

বিদায়ী সপ্তাহে (১৫ সেপ্টেম্বর-১৯ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ২৯ শতাংশ সোনালী আঁশের।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ০০ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৯৬ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল হোটেলের ১৫ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ১৪ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১৪ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১২ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা, ইবনে সিনা ফার্মার ১২ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর