economistpost.com

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল বিচ

বিদায়ী সপ্তাহে (১৫ সেপ্টেম্বর-১৯ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৪২টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে সি পার্ল বিচের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১৭ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকা ১০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ১৮ শতাংশ। আর ১৪ দশমিক ২৫ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে সোনালী পেপার।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিলের ১৪ দশমিক ০৫ শতাংশ, সোনালী আঁশের ১২ দশমিক ৩৭ শতাংশ, এসকে ট্রিমসের ১১ দশমিক ৭৬ শতাংশ, ইসলামী ব্যাংকের ১১ দশমিক ৫১ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ১০ দশমিক ৬০ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৯ দশমিক ৮৬ শতাংশ এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ২৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Exit mobile version