economistpost.com

ডেল্টা স্পিনার্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪১টি কোম্পানির মধ্যে ৬৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডেল্টা স্পিনার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৯ নভেম্বর) ডেলটা স্পিনার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪০ পয়সা বা ৪ দশমিক ২৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জাহিন টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ২১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ দশমিক ৫৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এফএএস ফাইন্যান্স।

মঙ্গলবার দর হারানোর শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জাহিন স্পিনিং, ইন্টারন্যাশনাল লিজিং, জেনারেসন নেক্সট ফ্যাশানস, জিল বাংলা সুগার, এমবি ফার্মা, জুট স্পিনার্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এমআই

Exit mobile version