সপ্তাহজুড়ে ব্লকে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

বিদায়ী সপ্তাহে (১৫ থেকে ১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির। সপ্তাহজুড়ে ডিএসইর ব্লকে এই ১০ কোম্পানির মোট ১২০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, বিএটিবিসি, ইস্টার্ন ব্যাংক, ইবনে সিনা, এসবিএসি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং বেক্সিমকো।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে ব্লকে ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লকে কোম্পানিটির ২০ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪৯ টাকা ৪০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ বিএটিবিসির ১৭ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৯৯ টাকা।

তৃতীয় সর্বোচ্চ ইস্টার্ন ব্যাংকের ১৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৬ টাকা ২০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লকে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ইবনে সিনার ১৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা, এসবিএসি ব্যাংকের ১৩ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা, ন্যাশনাল টি কোম্পানির ১৩ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৬ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকা এবং বেক্সিমকোর ৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর