economistpost.com

উৎপাদনে ফিরেছে এসকে ট্রিমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন ১৪ দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে। গত শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটির কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে গত ৭ সেপ্টেম্বর কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

এর আগে, গত ২৫ জুন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসকে ট্রিমসের ব্যাংক হিসাব ফ্রিজ করে। এরপরে রপ্তানিমূখী, কর্মী ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা বলে অনুরোধ করলে ১০ জুলাই বাংলাদেশ ব্যাংক ফ্রিজ তুলে নেয়।

তবে ১১ জুলাই দুদকের সুপারিশে মেট্রোপলিটন জাজ ও বিএফআইইউ ৯টি ব্যাংক হিসাব ফ্রিজ করে। যে আদেশের উপর ১৮ সেপ্টেম্বর স্থগিতাদেশ দিয়েছে উচ্চ-আদালত। যা ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর ছিল।

তবে কোম্পানিটি ৭ জুলাই তাদের উৎপাদন বন্ধ করে দেয়। ব্যাংক হিসাব ফ্রিজ সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় ২১ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির উৎপাদগন কার্যক্রম আবার শুরু হয়।

এসএম

Exit mobile version