economistpost.com

ইতিবাচক প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন। লেনদেন শুরুর দেড় ঘণ্টায় ডিএসইর সব সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএসইতে সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। সকাল প্রায় সাড়ে ১০টা পর্যন্ত এ অবস্থা চলে। এরপর সূচক ঊর্ধ্বমুখী হতে থাকে। যা বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময়ও অব্যাহত ছিল।

এদিন লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪০ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৭৬ ও ২০৯৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৩১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ কোম্পানির শেয়ারদর।

এসএম

Exit mobile version