২৩৭ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ সামান্য কমেছে।

সূত্র মতে, সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ২৫ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৭৬০ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১০ দশমিক ৩৪ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ২ দশমিক ১৬ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ মোট ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১১২ কোম্পানির। বাকি ২৩৭ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর