economistpost.com

দরবৃদ্ধির শীর্ষে রহিম টেক্সটাইল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ১১২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রহিম টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৪ টাকা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৮৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক, তমিজউদ্দীন টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, দেশ গার্মেন্টস এবং ঢাকা ব্যাংক পিএলসি।

এসএম

Exit mobile version