গভর্নরের নামে ভুয়া ফেসবুক আইডি, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ফেসবুক আইডি খুলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই চাওয়া হচ্ছে বিভিন্ন তথ্য। আবার কারও কাছে ব্যাংকের বিভিন্ন সুবিধার জন্য নানা তদবির-সুপারিশ করা হচ্ছে। এমন প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ভুয়া আইডি খোলা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি গভর্নরের নজরে দেওয়া হলে তিনি (গভর্নর) জানান, আমি কোনো ফেসবুক আইডি চালাই না। অনেক আগে আমার নামে একটা আইডি খোলা হয়েছিল যেটা এখন তেমন আর সচল নেই। তাই যারা আমার নামে এসব ফেসবুক আইডি খুলেছে সেটা ফেক বা ভুয়া আইডি।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর