দুই ঘন্টায় লেনদেন ৪০০ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টা ২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ১১ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯৯ ও ২১১৬ পয়েন্টে।

এসময় ঢাকার অংকে লেনদেন হয়েছে ৩৯৮ কোটি ১৩ লাখ টাকা ৮২ হাজার টাকা।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ২৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর