সাড়ে তিন শতাধিক শেয়ারের দরপতন, কমেছে সূচক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরু থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল শেয়ারদর ও মূল্যসূচক। তবে বিনিয়োগে সাধারণ বিনিয়োগকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকায় শেষ পর্যন্ত শেয়ার দর হারিয়েছে সাড়ে তিনশোর বেশি কোম্পানি। ফলে দর ধরে রাখার চেষ্টায় ব্যর্থ হয়ে কিছু বিনিয়োগকারী মুনাফার দিকে না তাকিয়ে শেয়ার বিক্রির চেষ্টায় ছিলেন। এতে লেনদেন কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৪১ দশমিক ৪৫ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ৭৩৬ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন ডিএসইর শরীয়াহ্ সূচক ডিএসইএস ৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে। আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৪০ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১৮ কোটি ৬৩ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫৫টিরই শেয়ারের দাম কমেছে। দর বৃদ্ধি পেয়েছে ২৮টির এবং বাকি ১৪ কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত রয়েছে।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর