দর বৃদ্ধির শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১০৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০১ অক্টোবর) রূপালী লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৯ টাকা বা ৯ দশমিক ৯১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আফতাব অটোর শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ০৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ডেসকো।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্রামীণ ওয়ান: স্কিম টু, এডিএন টেলিকম, নাভানা সিএনজি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, মালেক স্পিনিং এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর