চার দিনের ছুটিতে পুঁজিবাজার

হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।। আগামীকাল বৃহস্পতিবার থেকে রবিবার (১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর) পর্যন্ত দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা।

আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। এছাড়া বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে চার দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন।

চারদিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১৪ অক্টোবর) থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর