দরবৃদ্ধির শীর্ষে এস্কয়ার নিট কম্পোজিট

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৭ অক্টোবর) ডিএসইতে এস্কয়ার নিটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ২২ দশমিক ০৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইলস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউয়ের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৪২ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইউনিলিভার কনজিউমার, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইনডেক্স এগ্রো, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লংকাবাংলা ফাইন্যান্স এবং একমি পেস্টিসাইডস লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর