সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৪ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূক্র মতে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্লকে সবচেয়ে বেশি লাভেলো আইসক্রিমের ৫ কোটি ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২ কোটি ৭০ লাখ ৫০ হাজার ও তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।