সপ্তাহজুড়ে ইফাদ অটোসের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর-৩১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১০১টির শেয়ারদর কমেছে।এর মধ্যে সর্বোচ্চ শেয়ারদর কমেছে ইফাদ অটোস পিএলসির।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৯ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১ টাকা ৯০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১৯ দশমিক ৫৮ শতাংশ। আর ১৮ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে থাকা আলহাজ্ব টেক্সটাইল।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা সিমেন্টের ১৭ দশমিক ১৫ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৫ দশমিক ৭৪ শতাংশ, আরডি ফুডের ১৫ দশমিক ১৮ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৫ দশমিক ১২ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ১৪ দশমিক ২৯ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ১৪ দশমিক ১৮ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৩ দশমিক ১৫ শতাংশ শেয়ার দর কমেছে।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর