আশা জাগিয়ে হতাশ করলো শেয়ারবাজার

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। সেই সঙ্গে দিনের মধ্যভাগ পর্যন্ত অধিকাশ শেয়ারের দরবৃদ্ধি অব্যাহত ছিলো। তবে লেনদেনের শেষ পর্যন্ত উত্থান না হওয়ায় হতাশ বিনিয়োগকারীরা।

রবিবার (৩ অক্টোবর) ডিএসইর প্রধান সূচকের সঙ্গে ‘ডিএস ৩০’ সূচক কমেছে। সেই সঙ্গে এদিন টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, আজ এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৮ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসই ৩০’ ১০ পয়েন্ট কমেছে। আর ‘ডিএসই এস’ সূচক কমেছে ২ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৩০ লাখ টাকা।

আজ প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৯টি কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর বেড়েছে ১৭৮টি কোম্পানির শেয়ারের, বিপরীতে আজ ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর