মূলধনি মুনাফায় কর কমানোর খবরে পুঁজিবাজারে উত্থান

পুঁজিবাজারে বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে মূলধনী মুনাফার উপর বিদ্যমান কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। টানা দরপতনের মধ্যে এমন খবরে ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার (১০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ২৫২ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচকে ১৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছে এবং ডিএস৩০ সূচক ২২ দশমিক ১৫ পয়েন্ট যোগ হয়েছে।

ডিএসইতে আজ মোট ৫৬৫ কোটি ২৪ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৬ লাখ টাকা।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ২৫৭ কোম্পানির। বাকি ১০৭ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর