সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ১৬৪ শেয়ারের দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ১৬৪ কোম্পানির শেয়ারদর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৩৯ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৭৫ পয়েন্ট কমে যথাক্রমে ১১৯২ ও ১৯৭০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৬১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ কোম্পানির শেয়ারদর।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর