এডভেন্ট ফার্মার পরিচালকদের জরিমানার সিদ্ধান্ত বিএসইসির

পুঁজিবাজারে তালিকাভুক্ত এডভেন্ট ফার্মা লিমিটেডের ঘোষিত লভ্যাংশ বন্টনে সময়সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বন্টন না করলে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচাকলকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

গত ৩১ অক্টোবর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার (১০ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডভেন্ট ফার্মাকে অপরিশোধিত লভ্যাংশ আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রদান করতে হবে। এই সময়ের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান না করলে ইস্যুর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ৪ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর