আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ১৯ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৯ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (১৩ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মীর আখতার, সোনারগাঁও, সাইফ পাওয়ার, তিতাস গ্যাস, এডিএন টেলিকম, রানার অটো, এমজেএল বিডি, ইনফরমেশন সার্ভিসেস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডি ল্যাম্পস, বিডিকম অনলাইন, মতিন স্পিনিং, এসিআই লিমিটেড, ডমিনেজ, দেশ গার্মেন্টস, খুলনা প্রিন্টিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, দ্যা পেনিনসুলা চিটাগং এবং দুলামিয়া কটন।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে যথাক্রমে আগামী ১৪ ও ১৭ নভেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আগামী ১৭ এবং ১৮ নভেম্বর।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর