দুই ঘণ্টায় ২৯৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭৬ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৯৯ ও ১৯৯২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৯৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১৭টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ কোম্পানির শেয়ারদর।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর