ব্লকে বিচ হ্যাচারির সর্বোচ্চ লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ৫৯ হাজার ২৮৬টি শেয়ার ৫৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ২৯ লাখ ১৩ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিচ হ্যাচারি লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৯ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি বিচ হ্যাচারির ৩ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ২ কোটি ১৯ লাখ ২২ হাজার ও তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ২ লাখ ১৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর