economistpost.com

সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৬৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ২ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচক ৪ দশমিক ৮৬ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৬২৬ কোটি ৯৬ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮৯ কোটি ৪৩ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৫৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৮টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৫৫ কোম্পানির। বাকি ১০৬ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

Exit mobile version