দরবৃদ্ধির শীর্ষে এইচআর টেক্সটাইল

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে ৫০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (১১ ডিসেম্বর) এইচ.আর. টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৬২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ২৬ শতাংশ। আর ১ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ৮০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইনট্রাকো রিফুয়েলিংয়ের ৩ দশমিক ৪১ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩ দশমিক ০৮ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৫৬ শতাংশ, পিপুলস ইন্স্যুরেন্সের ১ দশমিক ৯৬ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ১ দশমিক ৬৫ শতাংশ, আমান কটনের ১ দশমিক ৬২ শতাংশ এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৫ দশমিক ৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর