মিথুন নিটিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৮৪টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৩০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৫ দশমিক ৭১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৫ দশমিক ১৮ শতাংশ। আর ১০ পয়সা বা ৪ দশমিক ৩৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পিপুলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরামিট সিমেন্টের ৪ দশমিক ২৩ শতাংশ, এইচ.আর টেক্সটাইলের ৩ দশমিক ৮১ শতাংশ, খান ব্রাদার্সের ৩ দশমিক ৮০ শতাংশ, এসকে ট্রিমসের ৩ দশমিক ৭৭ শতাংশ, ডরিন পাওয়ারের ৩ দশমিক ৬২ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৩ দশমিক ৩৩ শতাংশ এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ২২ শতাংশ কমেছে।

 

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর