দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১২ জানুয়ারি) ডিএসইতে খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান মুন্নু সিরামিকসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ১৬ শতাংশ। আর ৫০ পয়সা বা ৭ দশমিক ৫৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল ।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৭ দশমিক ৫২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ৭ দশমিক ২২ শতাংশ, জিএসপি ফাইনান্স ৭ দশমিক ০২ শতাংশ, দা ঢাকা ডাইং ৬ দশমিক ৪৩ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিস ৫ দশমিক ৩৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৪ দশমিক ৮২ শতাংশ ও এইচআর টেক্সটাইল মিলস ৪ দশমিক ২৯ শতাংশ দর বেড়েছে। 

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর