হতাশ করলো পুঁজিবাজার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস (১৪ জনিুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয় ঊর্ধ্বমুখী প্রবণতায়। সব মূল্য সূচকের উত্থানে অল্প কয়েকটি বাদ দিয়ে বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছিলো। তবে দিন শেষে প্রধান সূচক ও লেনদেন কমেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৫০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ১ দশমিক ৬৮ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩৫১ কোটি ১১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৯৭ কোটি ৮১ লাখ ১৬ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১টি কোম্পানির, বিপরীতে ১৩১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর