economistpost.com

মূল্য সংবেদনশীল তথ্য নেই ওরিয়ন ইনফিউশনের

ওরিয়ন ইনফিউশনে

শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ২০ ডিসেম্বর ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ২৯০ টাকা ৭০ পয়সা। গত ২০ ডিসেম্বর শেয়ার প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ৪২৩ টাকা ২০ পয়সায়। অর্থাৎ মাত্র ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩২ টাকা ৫০ পয়সা।

Exit mobile version