নাম পরিবর্তনে ইজিএম করবে পিপলস লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৬ ডিসেম্বর সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল গত ১৫ ডিসেম্বর।

রোববার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, কোম্পানিটির নাম পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিবর্তে ‘সোনার বাংলা লিজ ফাইন্যান্স পিএলসি’ রাখা হবে।

সম্প্রতি পিপলস লিজিংয়ের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে হাইকোর্ট। ২০১৯ সালের ১৪ জুলাই পিপলস লিজিং অবসায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের করা মামলার শুনানি শেষে এই পদক্ষেপ নিতে নির্দেশ দেন আদালত।

পরে সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ হাসান শাহীদ ফেরদৌসকে চেয়ারম্যান করে আদালত নতুন পর্ষদ গঠন করে দেন।

পর্ষদের বাকি সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব কাজী আনোয়ারুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেশাদ ইমাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ শফিকুর রহমান, সঞ্চয়কারীদের প্রতিনিধি মো. আতিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. সগীর হোসেন খান।

এমআই

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর