economistpost.com

নারায়ণগঞ্জে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে প্যাসিফিক জিন্স

নারায়ণগঞ্জে অবস্থিত আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেড। এই পোশাক কারখানায় তারা ৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা ৬০২ কোটি ৭৭ লাখ টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে) বিনিয়োগ করবে।

গত ২১ ডিসেম্বর ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজা জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন এ প্রতিষ্ঠানে বছরে ১ কোটি ২৫ লাখ লেডিস টপ, ১ কোটি ২৫ লাখ নারী-পুরুষের ফরমাল ও ক্যাজুয়াল ড্রেস, ৩১ লাখ ছেলেমেয়ের জন্য ক্যাজুয়াল পোশাক তৈরি করবে। চালু হওয়ার পর প্রতিষ্ঠানটিতে ৭ হাজার ৯৭০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক আ ন ম ফয়জুল হক, মো. তানভীর হোসেন, মো. খুরশীদ আলম এবং এ এস এম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।

প্যাসিফিক জিনস গ্রুপের আটটি কারখানা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত। নারায়ণগঞ্জ ইপিজেডে কারখানা স্থাপন করলে সেটি হবে বেপজার অধীন ইপিজেডগুলোতে প্যাসিফিক জিনস গ্রুপের নবম প্রতিষ্ঠান। বর্তমানে জিনসের পাশাপাশি নিট ও কর্মস্থলের পোশাক (ওয়ার্ক ওয়্যার) রপ্তানি করছে তারা।

এমআই

Exit mobile version