economistpost.com

বারাকা পতেঙ্গার নগদ লভ্যাংশ অনুমোদন

সমাপ্ত ২০২৩ হিসাববছরের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা গ্রুপের ২য় পাওয়ার প্ল্যান্ট বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ। রোববার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ২০২২-২০২৩ অর্থবছরের কোম্পানির পরিচালকমণ্ডলীর বিবরণী, নিরীক্ষিত আর্থিক হিসাব ও প্রতিবেদনগুলো অনুমোদন করা হয়।

কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বারাকা পতেঙ্গার চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদির শাফী এবং অন্যান্য পরিচালকবৃন্দ।

স্বাগত বক্তব্যে কোম্পানিটির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী বলেন, বারাকা পতেঙ্গা পাওয়ারের ২০২১ সাল থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হযেছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। এছাড়াও, কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ আছে।

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতেও বারাকা পতেঙ্গার অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে।

এ সময় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রসঙ্গত, ২০২২-২০২৩ অর্থবছরে কোম্পানির নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৮১ পয়সা এবং তবে একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬ পয়সা।

এমআই

Exit mobile version